আন্দোলন কৌশলে অংশগ্রহণের জন্য দক্ষিণ এশিয়ার প্রয়োজনীয় সম্পদ

ফোরামে স্বাগত।

দক্ষিণ এশীয় উইকিমিডিয়া সম্প্রদায় সাধারণত আন্দোলনের কৌশল বাস্তবায়নে কার্যকরভাবে অংশগ্রহণ করতে বিভিন্ন বাধার সম্মুখীন হয়। পরিস্থিতির সমাধানের জন্য কি করা যেতে পারে?

2 Likes

Creo que un primer paso es desglosar públicamente esos obstáculos y comenzar el diálogo. Puede haber algunas situaciones similares que estén pasando en otras partes del mundo. Saludos.

3 Likes

বাধাগুলো চিহ্নিত করা জরুরী, যেমন তাতক্ষণিকভাবে আমার মাথায় পর্যাপ্ত দক্ষতার ঘাটতি, সচেতনতা, কিছু “স্ট্রেরিওটাইপ” এর কথা মাথায় আসছে। সম্প্রদায়ের সাথে সক্রিয় আলোচনার মাধ্যমে এগুলো চিহ্নিত ও সমাধানের পথে এগোনো যায়। তবে তার আগে আন্দোলন কৌশল নিয়ে সহজ ভাষায় সম্প্রদায়ের ভেতর সচেতনতা তৈরির ক্যাম্পেইন করলে ভালো হয়, নইলে দুর্বোধ্য ভেবে হয়তোবা কেউই অংশ নেবেননা এই আলোচনাগুলোতে। যেমন প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে যে, সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই আন্দোলন কৌশল সম্পর্কে ঠিকমতো ধারণা রাখেন না এবং ব্যাপারগুলো তাঁদের কাছে দুর্বোধ্য মনে হচ্ছে। এক্ষেত্রে আমরা সম্প্রদায় যেসব বাংলা শব্দ কিংবা বাক্য কিংবা যেধরণের “টোন” ব্যবহার করে বাংলা উইকির সব কাজ চালিয়ে থাকে, সেগুলো ব্যবহার করেই একটু একটু করে সম্প্রদায়কে আন্দোলনের কৌশল সম্পর্কে অবহিত করার কাজ করতে পারি।

2 Likes