সবাইকে অভিবাদন,
মুভমেন্ট স্ট্র্যাটেজি ফোরামে নতুন অবদানকারী হিসাবে আমি কয়েকদিন থেকেই আছি এবং আমার কাছে বেশ ভালোই লাগছে। আমার মতে ফোরামটি ব্যবহারের নিয়ম ও অন্যান্য ফিচারগুলো উল্লেখ করে একটি ভিডিও টিওটোরিয়াল তৈরি করলে বেশ ভালো হয়। কারণ ফোরামটিতে প্রথমে এসে আমি ফিচারগুলো সম্পর্কে কিছুই বুঝিনি এবং পরে প্রচুর সময় দিতে হয়েছে সেগুলো বুঝার জন্য, এখনো আমি একটানা চেষ্টা করে যাচ্ছি সব ফিচাতগুলো ববহার শেখার জন্য। কিন্তু সকলের চমৎকার প্রতিক্রিয়া এবং সাহায্যের কারণে আমি এখন ফোরামে অনেকটাই স্বচ্ছন্দে ব্রাউজ করতে পারছি, আরো অন্যান্য নতুন ফিচারগুলো ব্যবহার করতে পারলে আরো বেশি স্বচ্ছন্দে ব্রাউজ করতে পারতাম, তবে সেটি শেখা বেশ সময়সাপেক্ষ বলে মনে হচ্ছে। তাই আমি নতুন অবদানকারীদের সুবিধা বিবেচনা করে মুভমেন্ট স্ট্র্যাটেজি ফোরামের জন্য একটি ছোট ভিডিও টিওটোরিয়াল তৈরির প্রস্তাব জানাচ্ছি, যেখানে ফোরাম ব্রাউজ করা কিংবা ফোরামের বিভিন্ন ফিচার দেখানো যেতে পারে। এতে খুব অল্প সময়ের ভেতরই যেকেউ ফোরামের সমস্ত ফিচার সম্পর্কে জেনে ফেলতে পারবে।
এছাড়াও ডিসকোবট টিউটোরিয়ালে যদি লিখিত তথ্যের পাশাপাশি ছবি বা ভিডিও থাকে তবে এটি নতুন ব্যবহারকারীদের জন্য আরও ভাল হবে।